মাগুরায় কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ধারাবাহিক কর্মকাণ্ড হিসেবে মাগুরা সদর উপজেলার গুরুত্বপূর্ণ ইউনিয়ন হাজিপুর, আঠারখাদা, হাজরাপুর ও রাঘবদাইড় আওয়ামী যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। রবিবার ৫ জুন সকাল ১০ টার সময় হাজরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে উক্ত সম্নেলন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফজলুর রহমান আহ্বায়ক, মাগুরা জেলা আওয়ামী যুবলীগ।
প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন, আ.ফ.ম আব্দুল ফাত্তাহ, সভাপতি, মাগুরা জেলা আওয়ামী লীগ। প্রধান বক্তা আসনে উপস্থিত ছিলেন, বাবু পঙ্কজ কুমার কুন্ডু, সাধারন সম্পাদক মাগুরা জেলা আওয়ামী লীগ। বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন,আশরাফুল আলম বাবুল ফকির সভাপতি মাগুরা সদর উপজেলা আওয়ামী লীগ, মো. আব্দুল মান্নান সাধারন সম্পাদক, মাগুরা সদর উপজেলা আওয়ামী লীগ, মো. আলী আহমেদ আহাদ যুগ্ন-আহবায়ক মাগুরা জেলা আওয়ামী যুবলীগ, মো. আশরাফ খান যুগ্ন-আহবায়ক মাগুরা জেলা আওয়ামী যুবলীগ, মো. সাকিব হাসান তুহিন যুগ্ন-আহবায়ক, মাগুরা জেলা আওয়ামী যুবলীগ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক জেলা পরিষদের সদস্য আরজান বাদশা, সদর উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মো. আনসার আলী টিটু, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক সোনিয়া সুলতানা সহ উক্ত ৪টি ইউনিয়নের সম্মানিত হাজরাপুর ইউপি চেয়ারম্যান মো. কবীর হোসেন, হাজীপুর ইউপি চেয়ারম্যান আখরোট, আঠারখাদা ইউপি চেয়ারম্যান সঞ্জিবন, রাঘবদাইড় ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম বাবুল ফকির ও ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ও সাধারন সম্পাদক মন্ডলী ও আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী বৃন্দগণ।
একের রক্ত অন্যের জীবন রক্তই হোক আত্মার বাঁধন” মানবিক যুবলীগ প্রতিষ্ঠার অংশ হিসেবে প্রতিটি সম্মেলনে ন্যায় জেলা আওয়ামী যুবলীগের নির্দেশে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্যোগ নেওয়া হয়। মাগুরা জেলা আওয়ামী যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দকে স্বেচ্ছায় রক্তদান করতে বিশেষভাবে অনুরোধ করা হয় সম্নেলন থেকে। উক্ত সম্নেলন প্রধান অতিথি নেতাকর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।