জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে নড়াইল সদর উপজেলায় আয়োজিত প্রতিযোগিতা শেষ হয়েছে। বিভিন্ন ইভেন্টে নড়াইল সদর উপজেলার স্কুল কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
শিক্ষা মন্ত্রনালয়ের আয়োজনে নড়াইল সদর উপজেলা প্রশাসনের সার্বিক নির্দেশনায় নড়াইল সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এই প্রতিযোগিতা বাস্তবায়ন করে।
মাদরাসা পর্যায়ে বরাশুলা শিশু সদন কমপ্লেক্স ক্যাডেট মাদরাসা দ্বিতীয় বারের ন্যায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে।
একই প্রতিষ্ঠানের প্রভাষক এম এম মাহবুবুর রশিদ শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত এবং গণমাধ্যম কর্মী হিসেবে নড়াইল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করছেন। মাদরাসার শিক্ষার্থীবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় ১ম ও ২য় স্থান অর্জন করে।
নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের প্রফেসর শাহানারা বেগম কলেজ পর্যায়ের শ্রেষ্ঠ রোভার শিক্ষক নির্বাচিত হয়েছেন।
কলেজ পর্যায়ে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ, কারিগরি পর্যায়ে নড়াইল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, স্কুল পর্যায়ে সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নিবাচিত হয়েছে।
আরও পড়ুনঃ ফরিদপুরে ভূমি সেবা সপ্তাহ- উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
কলেজ পর্যায়ে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সহকারি অধ্যাপক ড. কালিদাস বিশ্বাস, স্কুল পর্যায়ে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ কুদরত-ই-আলম শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন।
কলেজ পর্যায়ে মাইজপাড়া ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ কৃষ্ণপদ সাহা, স্কুল পর্যায়ে পার্ব্বতী বিদ্যাপীঠ এর প্রধান শিক্ষক আব্দুর রশিদ এবং চাঁচড়া দারুল উলুম আলিম মাদরাসা অধ্যক্ষ মোঃ বদিউজ্জামান শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও নড়াইল সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম সুলতান মাহমুদ জানান, অত্যন্ত সুন্দর ও প্রানবন্তভাবে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন ইভেন্টে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষকবৃন্দ অংশগ্রহন করেন।
তিনি জানান, এ ছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহনের কেরাত, হামদ/নাত, রচনা প্রতিযোগিতা,ইংরেজী রচনা, ইংরেজি বক্তব্যসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামী ২৩ মে নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ে জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha