ফরিদপুরের বোয়ালমারীতে বস্তাবন্দী অজ্ঞাত এক নারীর মাথা বিচ্ছিন্ন লাশ পাওয়া গেছে। উপজেলার দাদপুর ইউনিয়নের হাসামদিয়া গ্রামের মিলগেট এলাকার ময়েনদিয়া- ফরিদপুর সড়কের পাশে পাটখেত থেকে মঙ্গলবার সকালে বস্তাবন্দী অর্ধগলিত মাথা বিচ্ছিন্ন নারীর লাশটি উদ্ধার করে বোয়ালমারী থানা পুলিশ।
পুলিশ জানায়, ফসলি মাঠের পানি কাদায় লাশটি বস্তাবন্দী অবস্থায় পড়ে ছিলো, দেহ থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় পাট খেতের ভেতর পাওয়া গেছে। স্থানীয়রা কাজ করতে গিয়ে মৃতদেহটি দেখতে পায়। খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নারীর পরিচয় পাওয়া যায়নি। কয়েকদিন আগেই ওই নারীর মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান- আপনারও দেখছেন মৃতদেহটি অর্ধগলিত, ময়নাতদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না। ফরিদপুর থেকে সিআইডি টিম এসেছে, তারও কাজ করছে, এছাড়াও পিআইবির সহযোগিতা চাওয়া হয়েছে, অল্প সময়ের ভেতর তারও পৌঁছাবে । ময়নাতদন্ত হলে তারপরই মৃত্যুর কারণ বলা যাবে। প্রাথমিক আলামত সংগ্রহের কাজ চলছে।
আরও পড়ুনঃ বোয়ালমারীতে হাসামদিয়া গণহত্যা দিবস পালিত
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।