চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুরে হঠাৎ করেই ছিনতাই বেড়েছে।ঈদকে সামনে রেখে ছিনতাইকারী চক্র সক্রিয় হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত দুদিনে দুটি ভুক্তভোগী পরিবার ছিনতাইয়ের শিকার হয়েছে।
গত মঙ্গলবার রাত ৮ টায় স্টেশন বাজার থেকে বাসায় ফেরার পথে ছিনতাইয়ের শিকার হন সোনাইচন্ডী কলেজের প্রভাষক এমাজউদ্দীন এর স্ত্রী ও কন্যা। বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী যুবক তাদের ভ্যানিটিব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত চলে যায়। ব্যাগে প্রায় দেড় হাজার টাকা ও মোবাইল ফোন ছিল।
এবং গত বুধবার একই সময়ে উপজেলা চত্বরে অবস্থিত অতিরিক্ত পুলিশ সুপার এর কার্যালয়ের পাশে নিজ বাড়ীর সামনে ছিনতাইয়ের শিকার হন কাস্টমস এর রাজস্ব কর্মকর্তা মইনুল ইসলাম এর স্ত্রী।
আরও পড়ুনঃ সালথা ও বোয়ালমারী দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ২০, দোকানপাট ভাংচুর
ছিনতাইকারী যুবক মোটরসাইকেল নিয়ে এসে তার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে পালিয়ে যায়।এ ব্যাপারে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার দাস জানান ছিনতাইয়ের ঘটনার বিষয়ে শুনেছি।ইতি মধ্যে আমরা ছিনতাইকারিকে আটকের ব্যবস্থা গ্রহন করছি।ঈদ কে সামনে রেখে টহল নিরাপত্তা জোরদারের ব্যবস্থা করছি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha