আজকের তারিখ : এপ্রিল ১৯, ২০২৫, ৩:৩৩ পি.এম || প্রকাশকাল : এপ্রিল ২৭, ২০২২, ৭:০৯ পি.এম
স্বামী সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা এক নারীর

স্বামী ও শিশু সন্তানকে বিষ খাওয়ানোর পর নিজেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন মানছুরা বেগম ৩০ নামের এক নারী।বিষক্রিয়ার মারা যান তার শিশু সন্তান মারুফ(৪)
মুমূর্ষু অবস্থায় তার স্বামী আব্দুল মমিন ৩৫ ও তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মর্মান্তিক এ ঘটনাটি ঘটছে গত ২৬ এপ্রিলে দিবাগত রাত ১১ টার দিকে পাবনার চাটমোহর উপজেলার পাশ্বডাঙ্গা ইউনিয়নের রাউৎকান্দি গ্রামে।
জানা গেছে, পারিবারিক কলহের কারণে ঘটনার দিন সন্ধ্যার পর মানছুরা বেগম খাবারের সাথে বিষ মিশিয়ে স্বামী সন্তানকে খাওয়ায় ও নিজেও খায়।এক পর্যায়ে অসুস্থ হয়ে পরলে তার শাশুড়ীর চিৎকারে আশপাশের লোকজন এসে প্রথমে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু মারুফ।স্বামী স্ত্রী চিকিৎসাধীন আছে।
সহকারী পুলিশ সুপার চাটমোহর সার্কেল সজীব শাহরীন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন জানান। প্রতান্ত গ্রাম রাউৎকান্দিতরমে ঘটনা ঘটেছে। স্বামী স্ত্রী ঢাকায় কাজ করেন ঈদ উপলক্ষে বাড়িতে এসেছিলেন। শাশুড়ীর সঙ্গে ঝগড়ার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী জানিয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানান এ কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha