আজকের তারিখ : এপ্রিল ২৩, ২০২৫, ৪:২৯ পি.এম || প্রকাশকাল : এপ্রিল ১৭, ২০২২, ৪:৩৭ পি.এম
সদরপুর ও চরভদ্রাসন আওয়ামী লীগের কমিটি গঠন

ফরিদপুরের সদরপুর ও চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ফরিদপুর জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে এ তথ্য।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন স্বাক্ষরিত এক পত্রে গত ৩০ মার্চ এ কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়।
সদরপুরে ফকির এ ছাত্তারকে আহ্বায়ক করে উপজেলা আওয়ামী লীগের পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অন্যরা হলেন, যুগ্ন আহ্বায়ক গাজী মো. করিম, আবু আলম রেজা, অ্যাডভোকেট শায়েদিদ গামাল লিপু ও রুহুল মোরসালিন রিপন।
চরভদ্রাসনে মো. ইসহাক মিয়াকে আহ্বায়ক করে উপজেলা আওয়ামী লীগের পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অন্যরা হলেন, যুগ্ন আহ্বায়ক আব্দুস সাত্তার মাস্টার, আহসানুল হক মামুন, মোশারফ হোসেন ফকির ও বেলায়েত হোসেন রুবেল।
এদিকে সদ্য গঠিত এ আহ্বায়ক কমিটি করায় নেতাকর্মীদের মাঝে উৎফুল্লতা লক্ষ্য করা গেছে। দলকে সংগঠিত করার দ্বায়িত্ব পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন সংশ্লিষ্টরা। এক প্রতিক্রিয়ায় সদরপুর উপজেলা আওয়ামী লীগের অন্যতম যুগ্ন আহ্বায়ক অ্যাডভোকেট শায়েদিদ গামাল লিপু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তিনি ও তার পরিবার আজীবন নিবেদিত।
সদ্যগঠিত এ আহ্বায়ক কমিটি আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফরুল্লাহর নেতৃত্বে সদরপুরে আওয়ামী লীগকে আগের চেয়ে আরো বেশি ঐক্যবদ্ধ ও শক্তিশালী হিসেবে সংগঠিত করতে পারবেন বলে জানান। সর্বশক্তি দিয়ে দলকে সংগঠিত করার চেষ্টা চালিয়ে যাবো।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন জানিয়েছেন, কেন্দ্রের নির্দেশে নয় উপজেলার মধ্যে যেগুলো মেয়াদ উত্তীর্ণ এবং ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক চলছে সেই গুলো ভেঙে দিয়ে আহবায়ক কমিটি করা হয়েছে।
আমরা চাই জেলার সম্মেলনের আগেই উপজেলা পর্যায়ের সাংগঠনিক কাঠামোর শক্ত ভিত তৈরি করতে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha