ফরিদপুরের জেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে নগরকান্দায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৯ মার্চ) সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভায় আয়োজন করেন নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চৌধুরী মারুফ হোসেন বকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন, সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর চৌধুরী লাবু।
আরও পড়ুনঃ নগরকান্দায় ইউপি চেয়ারম্যানকে দই’য়ের বাক্সে সাপ উপহার
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আইভি মাসুদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাঈনুদ্দীন আহম্মেদ মানু, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খান মোঃ শাহ্ সুলতান রাহাত, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুর রশিদ রিয়ান সহ নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।