সাহিদা পারভীনঃ
রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৪ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। এতে ৪ ব্যবসা প্রতিষ্ঠানের ৪ কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে। মঙ্গলবার সকাল ৬ টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
.
রতনদিয়া বাজার বনিক সমিতির সহ সভাপতি আলমগীর হোসেন জানান, মঙ্গলবার সকাল ৬ টায় বসির মাহমুদের বিশ্বাস এন্টারপ্রাইজ এর বৈদ্যুতিক সট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুচনা হয়। এতে ওই প্রতিষ্ঠানের আনুমানিক দেড় কোটি টাকার হার্ডওয়ার্ক সামগ্রী পুড়ে যায়। পরে তা সোহেল সরদারের ঢাকা হার্ডওয়ার্কের দোকানে ছড়িয়ে পরে। ওই প্রতিষ্ঠানেরও দেড় কোটি টাকার মালামাল পুরে যায়।
.
পরে আগুনের লেলিহান শিখা আবুল কাসেম মন্ডলের ভুষিমাল ( ধনিয়া ও পেয়াজ) দোকান ও হাজী ওয়াজেদ আলী বিশ্বাসের পাটের গুদামে ছড়িয়ে পরে। এতে ২ ব্যবসায়ীর ১ কোটি টাকার ধনিয়া,পেয়াজ ও পাট পুড়ে যায়। এসময় কালুখালী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
.
অগ্নিকান্ডের পর কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ক্ষতিগ্রস্থদের তালিকা ও ক্ষতির পরিমান উল্লেখ করে জেলা প্রশাসকের নিকট পাঠানো হবে। সরকারী নিয়মানুযায়ী যতটুকু সহায়তা প্রদান সম্ভব তা ক্ষতিগ্রস্থদের দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫