মানিক কুমার দাসঃ
নগর কীর্তন, কুঞ্জ ভঙ্গ , জলকেলী ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে ফরিদপুরের গোয়ালচামটে অবস্থিত শ্রীধাম শ্রী অঙ্গনের প্রভু জগবন্ধু সুন্দরের ১৫৫ তম আবির্ভাব তিথি উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান শেষ হয়েছে।
.
শেষ দিনে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬ টায় শহরের শ্রী অঙ্গন থেকে একটা নগর কীর্তন শহরের ব্রাহ্মণ কান্দা আঙ্গিনা প্রদক্ষিণ করে।
.
এরপর আলিপুর বান্ধব পল্লীর সামনের রাস্তায় পৌঁছলে ধর্মীয় অনুষ্ঠান ও পূজার্চনা অনুষ্ঠিত হয়। এরপর শ্রী অঙ্গনে ধর্মীয় অনুষ্ঠান বিশেষ প্রার্থনা ,জলকেলী কুঞ্জভঙ্গ ও মহোৎসবের মধ্যে দিয়ে নয় 'দিনব্যাপী উৎসবের পরিসমাপ্তি ঘটে।
.
উল্লেখ করা যেতে পারে গত ৫ মে থেকে প্রভু জগৎবন্ধু সুন্দরের ১৫৫ তম আবির্ভাব উৎসব উপলক্ষে শ্রীধাম শ্রী অঙ্গনের উদ্যোগে ৯ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এতে শুধুমাত্র ফরিদপুর সহ আশেপাশের জেলাগুলো হতে ভক্তবৃন্দ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়া পার্শ্ববর্তী দেশেরও ভক্তবৃন্দ এখানে উপস্থিত হয়েছিলেন।
.
ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে ছিল শ্রীমৎ ভগবত গীতা পাঠ, শুভ অধিবাস ও কীর্তন, মহানাম সংকীর্তন, তারক বন্ধু হরিনাম সংকীর্তন, মহানাম মহা কীর্তন, ধর্মীয় আলোচনা সভা, অষ্টকালীন লীলা কীর্তন বন্ধু সুন্দরের ফুলদোল, কুঞ্জ ভঙ্গ নগর কীর্তন জলকেলি ও মহোৎসব । উল্লেখযোগ্য সংখ্যক ভক্তবৃন্দ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫