প্রদীপ্ত চক্রবর্তীঃ
দক্ষিণ চট্টগ্রামের মানুষের বহুল আকাঙ্খিত ,প্রত্যাশিত , স্বপ্নের কালুরঘাট নতুন সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন হতে যাচ্ছে আগামী ১৪ই মে । প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস এই ভিত্তি প্রস্তর স্থাপন করবেন । ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে চট্টগ্রাম সার্কিট হাউজে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
.
রেল ও সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে , কালুরঘাটে কর্ণফুলী নদীর উপর নির্মিতব্য রেল কাম সড়ক সেতুটির মোট দৈর্ঘ্য হবে ১১ কিলোমিটার ও প্রস্থ ১০০ ফুট । তবে নদীর উপর মূল সেতুর দৈর্ঘ্য ৭০০ মিটার। উভয় পাশে ৪ কিলোমিটার দীর্ঘ ভায়াডাস্ট নির্মাণ হবে । এক্সটা ডোজ টাইপ সেতুটির একপাশে দুটি ডুয়াল পেজ রেলপথ ছাড়াও অন্য পাশে স্ট্যান্ডার্ডমানের ২ লেনের (প্রতিটি লেন ১৮ ফুট )সড়ক ছাড়াও উভয় পাশে সার্ভিস লেন সহ ( ৫ ফুট করে) পথচারী পারাপারের ব্যবস্থা থাকছে । সেতুটির নদীর অভ্যন্তরে ৫টি সহ মোট ৭টি স্প্যান থাকবে ।
.
কালুরঘাট নতুন সেতুর পুরো টাকা দক্ষিণ কোরিয়া প্রদান করছে ।প্রয়োজনীয় ১১ হাজার ৫৬০ কোটি ৭৭ লাখ টাকার মধ্যে ৭হাজার ১২৫ কোটি ১৫ লাখ টাকা দিচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান ইডিসিএফ ও ইডিপিএফ। বাকি ৪হাজার ৪৩৫ কোটি ৬২ লাখ টাকা বাংলাদেশ সরকার প্রদান করছে । যা ভূমি অধিগ্রহণে ব্যয় হবে ।
.
এদিকে কালুরঘাট নতুন সেতুর ভিত্তি প্রস্থর স্থাপন উপলক্ষে এই দিন সেতুর উভয় পাড়ের মানুষ আনন্দ মিছিলের আয়োজন করেছে ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।