হুমায়ন আহমেদঃ
চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামে ভুট্টা ক্ষেত থেকে আলমগীর হোসেন (৩৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।আজ মঙ্গলবার (১৩ মে) সকাল ৮টার দিকে স্থানীয়রা ভুট্টা ক্ষেতের মধ্যে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। নিহত আলমগীর হোসেন কুতুবপুর গ্রামের মৃত শামসুল মন্ডলের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে তিন দিন আগে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানাজানি হলে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
এসময় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ হাসান সঙ্গী ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিস্তারিত তদন্ত শেষে আরও তথ্য জানানো হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।