মোঃ আসাদুর রহমান হাবিবঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে RUNNER EXPRESS এর শাখা স্বপ্ন অটো সো রুম উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন।
.
এসময় উপস্থিত ছিলেন RUNNER EXPRESS এর চিফ বিজনেস অফিসার আবু হানিফ,এরিয়া ম্যানেজার সার্ভিস মোহাম্মদ গোলাম আযম,এরিয়া ম্যানেজার বিক্রয় কনক চন্দ্র রায়, আঞ্চলিক বিক্রয় প্রধান মোঃ মনির চৌধুরী আবির এবং ফুলবাড়ী শাখার ডিলারশিপ শ্রী কানায় সরকার সন্দীপ উপস্থিত ছিলেন।
.
উদ্বোধন শেষে প্রতিষ্ঠানের আলোচনা ও দোয়া মাহফিলে সাবেক মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন জনস্বার্থে সাশ্রয়ী ও প্রতিষ্ঠানটির উন্নয়ন কামনা করেন।
.
এ সময় চিফ বিজনেস অফিসার আবু হানিফ বলেন রানার কোম্পানির যে স্কুডি গুলো রয়েছে সেগুলো উন্নত মানের এক চার্জে একশত কিলোমিটার চলে এবং সবচেয়ে ভালো যেটা রানার এক্সপ্রেস কোম্পানি ২ বছরের গ্যারান্টি দিচ্ছে,দেশে আমাদের কয়েক শত শাঁখা উপশাখা রয়েছে আপনারা এই কোম্পানির যে বাইক স্কুটি গুলো আছে সে গুলোতে সাস্রয়ী ও দীর্ঘস্থায়ী ব্যবহার যোগ্য হবে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।