কমরেড খোন্দকারঃ
ইতালিয়ান পার্লামেন্টের একটি কক্ষে ইমিগ্রেশন সমস্যা ও তার সমাধানের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ আলোচনা সভা। আলোচনায় উঠে আসে, ইতালিতে ভুক্তভোগী বাংলাদেশিদের কথা ও দেশে অবস্থানরত ইতালি ভিসা প্রত্যাশীদের ভোগান্তি।
.
এছাড়াও বৈধ পথে ইতালি এসেও অনিয়মিত হওয়া এবং স্টে পারমিট, কমিশন সহ নানান বিষয় নিয়ে আলোচনা হয় এই সেমিনারে।
.
এ সেমিনারে ইতালির স্বনামধন্য ইমিগ্রেশন বিষয়ক অ্যাডভোকেট ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।ইতালিতে বসবাসরত এবং দেশে ভিসা জটিলতায় ভুক্তভোগী বাংলাদেশীদের কথা তুলে ধরেন সার্ভিস ইতালির কর্ণধার মোহাম্মদ মনির।
.
আয়োজকরা জানান ইমিগ্রেশন বিষয়ক এই আলোচনার বিষয়বস্তু উত্থাপিত করা হবে সরকারের উচ্চ পর্যায়ে। বিদেশীদের ইমিগ্রেশন বিষয়ে সুষ্ঠু সমাধান এবং সুবিধা বৃদ্ধিতে এই আলোচনা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।