আবদুস সালাম তালুকদারঃ
চাঁপাইনবাবগঞ্জে ধানকাটতে গিয়ে বজ্রপাতে আব্দুল কাইয়ুম (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নয়াগোলা সাতনইল গ্রামের মৃত সাইফুদ্দিনের ছেলে।
.
রবিবার (১১ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলায় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে মারা যান তিনি।
.
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, বিকালে বুলনপুরে ধান কাটছিলেন আব্দুল কাইয়ুম। বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলে জ্ঞান হারান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারে কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।