চায়ের দোকানে সার্টারে টোকা দিলেই ভিতর থেকে আওয়াজ আসে লাল চা; নাকি দুধ চা ? চলতি লকডাউনে দোকান বন্ধ রাখার নিয়ম থাকলেও বিকল্প পন্থা বেছে নিয়েছেন নগরকান্দার ব্যবসায়ীরা।
একদিকে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন। অন্যদিকে প্র্রশাসনকে ফাঁকি দিয়ে ব্যবসায়ীরা বিকল্প পন্থায় ব্যবসা চালাচ্ছে। কাস্টমারদের দোকানের ভিতর রেখে সার্টার নামিয়ে বাহির থেকে তালা লাগিয়ে দেওয়া হচ্ছে। বিক্রি শেষ হলে তালা খুলে বের করে অন্য গ্রুপকে ঢোকানো হচ্ছে।
প্রত্যেক দোকানের একজন করে কর্মচারী বাহিরে নিয়োজিত রয়েছে। প্রশাসন এসে দেখছে বাহিরে তালা ঝুলছে মানে দোকান বন্ধ রয়েছে। উপজেলার বিভিন্ন বাজার ঘুরে এমনই চিত্র দেখাগেছে।
ব্যবসায়ীদের সাথে কথা বলে জানাগেছে, দীর্ঘ লকডাউনে প্রতিষ্ঠান বন্ধ রাখায় দোকানের মালপত্র নষ্ট হচ্ছে। আবার দোকান ঘর ভাড়া দিতে গিয়ে আমরা হিমসিম খাচ্ছি। তাইতো লুকোচুরি করে মাঝে মধ্যে দোকান খুলছি।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111