রাশিদুল ইসলাম রাশেদঃ
নাটোরের লালপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ মে) সন্ধ্যায় লালপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ চত্বরে লালপুর উপজেলা যুবদলের আহবায়ক আব্দুস সালামের সভাপতিত্বে ও যুবনেতা গোলাম মোস্তফা তুহিনের সঞ্চালনায় উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
.
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফারজানা শারমিন পুতুল। সভায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের কৌশলগুলোর উপর আলোচনা করেন প্রধান অতিথি।
.
এ সময় আরও উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপি'র সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু, গোলাম মোস্তফা নান্নু, হামিদুর রহমান বাবু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার পারুল,লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, থানা কৃষকদলের যুগ্ম আহবায়ক আশিকুর রহমান মুক্তি, ইকবাল হোসেন বাবলু,লালপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক হাবিবুল বাশার, উপজেলা যুবদলের সদস্য বুলেট খান প্রমুখ।
.
অনুষ্ঠানে বিএনপি, যুবদল, কৃষকদল,ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।