মোঃ আরিফুল মিয়াঃ
ফরিদপুরের মধুখালীতে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মধুখালী থানা পুলিশ। শনিবার (১০ মে) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় অভিযুক্তদের কাছ থেকে ১ কেজি ১০০ গ্রাম গাঁজা, নগদ ১০ হাজার টাকা এবং গাঁজা বিক্রির কাজে ব্যবহৃত একটি ডিজিটাল ওজন মেশিন জব্দ করা হয়। ।
.
আটকরা হলেন উপজেলার চরবাগাট গ্রামের বাসিন্দা মো. শিপন সরদার (৪০), ঘোপঘাট গ্রামের বাসিন্দা মাহফুজ ওরফে জুয়েল মল্লিক (৩৫) ও মেছড়দিয়া গ্রামের বাসিন্দা মো. কবির শেখ (৪২)। জানা যায়, আটক শিপনের বিরুদ্ধে ৫টি, জুয়েল মল্লিকের বিরুদ্ধে ৪টি ও কবির শেখের বিরুদ্ধে ৭টি মাদক মামলা রয়েছে।
.
মধুখালী থানা পুলিশের সেকেন্ড অফিসার মো. রুস্তম আলী জানান, শনিবার রাতে গোপন
সংবাদের ভিত্তিতে প্রথমে চরবাগাট গ্রামের মো. শিপন সরদারকে তার বাড়ি থেকে গাঁজাসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার আরো দুই সহযোগীকে আটক করে পুলিশ।
.
এ ঘটনায় রবিবার মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা করা হয়েছে। একই দিন দুপুরে অভিযুক্তদের আদালতের
মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।