আনিসুর রহমানঃ
নাটোরের বাগাতিপাড়ায় পুলিশের নিয়মিত চেকপোস্টে ২ রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ মে) রাত ১০টা ৫০ মিনিটের দিকে বাগাতিপাড়া-পুঠিয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় থাকা পকেট খালি পুলিশ ক্যাম্পের নিয়মিত চেকপোস্টে গুলিসহ পিস্তলটি উদ্ধার করা হয়। তবে পিস্তল বহনকারীদের আটক করতে পারেনি পুলিশ।
.
পুলিশ সূত্রে জানা যায়, বাগাতিপাড়া মডেল থানাধীন পকেট খালি ক্যাম্পে পুলিশের একটি টিম রাত্রিকালীন ক্যাম্প সংলগ্ন চেকপোস্টে ডিউটিতে ছিলেন। এ সময় আড়ানী থেকে পুঠিয়ার দিকে একটি মোটরসাইকেল দ্রুত গতিতে যেতে গেলে পুলিশের সন্দেহ হয়। এ সময় মোটরসাইকেলের আরোহীদের চেকিংয়ের জন্য থামার সিগন্যাল দেয় পুলিশ। সিগন্যাল দেখে তারা আরও বেশি গতিতে মোটরসাইকেল চালানোর চেষ্টা করলে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে পড়ে যায়।
.
এ সময় পুলিশ সদস্যরা তাদের দিকে এগোতে থাকে। পুলিশের ভূমিকা দেখে তারা দুইজন মোটরসাইকেল রেখেই দৌড়ে পালিয়ে যায়। দৌড়ানোর সময় তাদের একজনের কাছে থাকা কাপড়ে মোড়ানো দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল মাটিতে পড়ে যায়। পরে পুলিশ গিয়ে গুলিসহ পিস্তল এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করে। মোটরসাইকেলটি রেজিস্ট্রেশন বিহীন।
.
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল হাসান। তিনি জানান, ‘পিস্তল বহনকারীদের আটকে অভিযান চলছে।’
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।