বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রির অভিযোগে মো. কামরুল নামের এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১০ মে ২০২৫) সকাল ১০টার দিকে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের মালিখালী গ্রামে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল।
.
স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, মালিখালী গ্রামের মো. রফিকের ছেলে মো. কামরুল দীর্ঘদিন ধরে কৃষিজমি থেকে মাটি কেটে তা বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। এতে জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ছিল। সংবাদ পেয়ে প্রশাসনের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ২০১০ সালের ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’ অনুযায়ী মো. কামরুলকে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করে।
.
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল বলেন, “ফসলি জমি নষ্ট করে মাটি উত্তোলন ও পরিবহনের মতো অপরাধ কখনোই বরদাস্ত করা হবে না। পরিবেশ ও কৃষির স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
.
এ সময় তিনি আরও জানান, ভূমি সংরক্ষণে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং যে কেউ এ ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।