সেলিম সানোয়ার পলাশঃ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক এক অনুষ্ঠানে বাল্যবিবাহ ও মাদকের ভয়াবহতা তুলে ধরেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।
.
বক্তব্যে তিনি বলেন, “বাল্যবিবাহ ও মাদক সমাজের ভয়ংকর ব্যাধি। এসব রোধে জনসচেতনতা ও আইনের সঠিক প্রয়োগ জরুরি।”
বৃহস্পতিবার বিকালে ৩ টা থেকে গোদাগাড়ী শিল্পকলা একাডেমীর আয়োজনে ২নং মোহনপুর ইউনিয়ন পরিষদে মাদকদ্রব্য ও বাল্য বিবাহ প্রতিরোধ মুলক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
.
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খাইরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি কমিশনার মোঃ সামসুল ইসলাম।
.
প্রধান অতিথি তার বক্তব্যে বলে, গোদাগাড়ী উপজেলার ৮১টি ওয়ার্ড ভিত্তিক স্পোর্টিং ক্লাবের করা হবে , তরুণ সমাজকে আইনের বিষয়ে সচেতন করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
.
ইউএনও ফয়সাল আহমেদ আরও বলেন, “সরকার বিনামূল্যে আইনগত সহায়তা দিচ্ছে। এই সেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
.
সচেতনতামূলক এই অনুষ্ঠানে আইনগত সহায়তা বিষয়ে স্থানীয়দের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়। জমি সংক্রান্ত বিরোধ, নারী ও শিশু নির্যাতন, পারিবারিক কলহসহ নানা সামাজিক সমস্যায় সরকারি আইনগত সহায়তা পাওয়ার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।