মোঃ নুরুল ইসলামঃ
ফরিদপুরের সদরপুর উপজেলা কৃষ্ণপুর ইউনিয়নে থেকে ছিনতাই হওয়া ইজি বাইক উদ্ধারসহ ছিনতাইকারি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে সদরপুর থানা পুলিশ।
.
৭ ই মে (রবিবার) গভীর রাতে অভিযান চালিয়ে গোপালগঞ্জের মোকসেদপুর থেকে তারেকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার করা হয়।
.
আজ দুপুরে তাদেরকে কোর্ট হাজতে প্রেরন করা হয়।
.
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানা অফিসার ইনচার্জ নাজমুল হাসান বলেন, গত শনিবার উপজেলার কৃষ্ণপুর ইউনিয় থেকে ২টি অটোবাইক ছিনতাই হলে ইজিবাইক চালক সদরপুর থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধারসহ ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করি।
.
গ্রেপ্তারকৃতরা হলেন মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামের ইসরাফিল মীর(৩০), মৃত কাউসার শেখের পুত্র রাজু শেখ, শরদী গ্রামের আবুল খায়ের খানের পুত্র নাম খান(২৩), জোবায়রা গ্রামের নুরুল হক শেখের পুত্র আসাদুল শেখ(৩০)।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।