সাাইফুল ইসলামঃ
নাটোরে বীর মুক্তিযোদ্ধা ও বর্ষিয়ান সাংবাদিক নবীউর রহমান পিপলুকে গার্ড অফ ওনার প্রদান ও জানাযা শেষে দাফন করা হয়েছে। বুধবার সকালে শহরের কান্দিভিটা এলাকায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রাষ্ট্রিয় সম্মাননা গার্ড অফ ওনার প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী।
.
এসময় মুক্তিযোদ্ধা ও গণ মাধ্যম কর্মিগণ সহ সকলস্তরের মানুুুষ উপস্থিত ছিলেন। পরে জানাজা শেষে শহরের গাড়ীখানা কেন্দ্রীয় গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
.
নবীউর রহমান পিপলু দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সার ও বোনম্যারো রোগে ভুগছিলেন। মঙ্গলবার ঢাকার এএমজেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। ১৯৫৭ সালের ১০ জানুয়ারিতে বগুড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বগুড়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন তিনি।
.
মৃত্যুকালে স্ত্রী, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি একুশে টেলিভিশন ও দৈনিক সমকালের নাটোর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫