রিপন সরকারঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ০৭ মে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সুবর্ণগ্রাম পার্ক এন্ড রিসোর্টে এ সভা অনুষ্ঠিত হয়।
.
আয়োজিত সভায় রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. মাহফুজুর রহমান হুমায়ুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জি. এম. গোলাম ফারুক খোকন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাছুম বিল্লাহসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
.
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, ৫ আগস্টের পরে দেশে নতুন করে বিশৃংখলা সৃষ্টি করার জন্য বিগত আওয়ামী লীগের দোসরা উঠে পড়ে লেগেছে। বিএনপি কখনো সংঘাত ও বিশৃঙ্খলার রাজনীতি করে না। কেউ যদি অরাজকতা সৃষ্টি করতে চায় তাদের কোনো ছাড় নেই।দেশে অতি সন্নিকটে নির্বাচন, বিএনপিকে সংগঠিত করতে স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর জোর দিতে হবে এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির ভূমিকা ও করণীয় নিয়ে আলোচনা করতে হবে। দীর্ঘ ৪ মাস পর আমাদের দেশনেত্রী আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে এসেছেন। এখন দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তাই আগামী জাতীয় নির্বাচনের জন্য বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।