কভিড-১৯ এ মহামারি প্রতিরোধে সম্মুখসারির যোদ্ধা ফরিদপুরের চিকিৎসক, স্বাস্থ্য সহকারী, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন প্রতিনিয়ত।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা সিভিল সার্জনের অধীনস্ত নয় উপজেলায় এ পর্যন্ত ৬৪৮ জন চিকিৎসক, স্বাস্থ্য সহকারী, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। করোনায় রোগীদের সেবা দিতে গিয়ে তারা কোভিডে আক্রান্ত হয়েছেন।
এদের মধ্যে চিকিৎসক রয়েছে ৫৯ জন, নার্স ও ওয়ার্ড বয় রয়েছেন ১৬২ জন। এছাড়া স্বাস্থ্য সেবাকাজে নিয়োজিত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী রয়েছেন।
৫১৭ শয্যার ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের (করোনা ডেডিকেটেড) পরিচালক ডা. সাইফুর রহমান জানান, করোনা শুরু থেকে এ পর্যন্ত কোভিড রোগীদের সেবাকাজে নিয়োজিত চিকিৎসক, স্বাস্থ্য সহকারী, নার্স-ওয়ার্ড বয়, অ্যাম্বুলেন্স চালক,পরিচ্ছন্নতাকর্মীসহ অন্যানো মিলে মোট ৩৫০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে চিকিৎসক রয়েছে ২৬, নার্স-ওয়ার্ড বয় ১১৩ জন।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) ফরিদপুর শাখার সভাপতি ডা. আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটো বলেন, শুধু সরকারি হাসপাতাল নয়, বেসরকারি হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবা কাজে নিয়োজিত অনেকই করোনায় আক্রান্ত হয়েছে। ফরিদপুর ডায়বেটিক সমিতি মেডিকেল কলেজ হাসপাতালে ২৪০ জন এ পর্যন্ত আক্রান্ত হয়েছে।
তিনি বলেন, সরকার স্বাস্থ্যসেবা কাজের কর্মীদের করোনাকালে প্রেণোদনা দেওয়ার ঘোষণা দিলেও তা ফরিদপুরের বাস্তবায়ন হয়নি। বিষয়টি গুরুত্ব দেওয়া দরকার বলে তিনি মন্তব্য করেন।
ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, জেলা সদরের জেনারেল হাসপাতালসহ নয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ করোনা কাজে নিয়োজিত ২৯৮ জন এ পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়েছেন।
তিনি বলেন, আক্রান্তদের মধ্যে আমিসহ চিকিৎসক রয়েছেন ৩৩ জন, নার্স-ওয়ার্ড বয় রয়েছে ৪৯ জন, এছাড়াও অন্যান্য বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী রয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা আরও বলেন, করোনার মহামারি শুরুর পর থেকে এই পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছে ১৭ হাজার ১০২ জন, সুস্থ হয়েছে ১৩ হাজার ৩৩৭ এবং প্রাণহানি হয়েছে ৩৬২ জনের।
গত ২৪ ঘণ্টায় ১৫৯জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে এবং চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৫ জন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha