রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ সোমবার ২৬ জুলাই রাতে অভিযান চালিয়ে দেশীয় লোহার তৈরি একটি ওয়ান শুটার গান ও চারটি কার্তুজসহ আলামিন মন্ডল (২৫) ও শফিক মোল্লা (২৬) নামের দুইজন সন্ত্রাসীতে গ্রেফতার করেছে।
ধৃত আলামিন মন্ডল সরিষা ইউপির পালেরডাঙ্গী গ্রামের মসলেম মন্ডলের ছেলে। অপর সন্ত্রাসী শফিক মোল্লা সরিষা ইউপির সরিষা গ্রামের সোবাহান মোল্লার ছেলে। ধৃত শফিক মোল্লার বিরুদ্ধে পাংশা মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও ডাকাতিসহ পৃথক তিনটি মামলা রয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই মিজানুর রহমানসহ সঙ্গীয় পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে পালেরডাঙ্গী গ্রামের নিজ বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে আলামিন মন্ডলকে এবং তার দেওয়া তথ্যমতে পুলিশ সরিষা বাজার থেকে শফিক মোল্লাকে গ্রেফতার করে।
আসামী আলামিন মন্ডলের হেফাজত থেকে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান ও দু’টি কার্তুজ এবং শফিক মোল্লার হেফাজত থেকে দু’টি কার্তুজ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আলামিন মন্ডল ও শফিক মোল্লার বিরুদ্ধে ১৯(এ)(এফ) ১৮৭৮ অস্ত্র আইনে পাংশা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১০।
পাংশা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা ও পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান ও চারটি কার্তুজসহ সন্ত্রাসী আলামিন মন্ডল ও শফিক মোল্লাকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha