আজকের তারিখ : মে ৭, ২০২৫, ১২:৩৮ পি.এম || প্রকাশকাল : মে ৫, ২০২৫, ৭:০৯ পি.এম
বোয়ালমারীতে শ্রমিকের আত্মহত্যা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের বোয়ালমারীতে পারিবারিক কলহের জেরে মো. মফিজুর রহমান শেখ (৫৫) নামের এক শ্রমিকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার (৫ মে) বেলা ১২টার দিকে তিনি নিজ ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। মফিজুর উপজেলার ময়না ইউনিয়নের ময়না পুর্বপড়া গ্রামের গোলাম শেখের ছেলে। তিনি পেশায় শৌচাগারের রিং স্লাব বসানোর কাজ করতেন।
.
জানা যায়, মফিজুর দীর্ঘদিন যাবত কোমরের হাড়ক্ষয় রোগে অসুস্থ হয়ে শয্যাশায়ী। সংসারের অভাব-অনটন ও চিকিৎসা সেবার ব্যয়ভার বহন করতে না পারায় স্ত্রীর সাথে মনোমালিন্যের জেরে অভিমানে তিনি আত্মহত্যা করেছেন।
.
ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক মৃধা বলেন, মো. মফিজুর রহমান বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন প্রকার শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তার সাংসারিক অনটন ও অসুস্থতার কথা জেনে আমরা একটি কার্ড করে দিয়েছিলাম। স্ত্রীর সাথে মনোমালিন্যে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
.
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তাদেরকে বিস্তারিত তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha