নিজস্ব প্রতিনিধিঃ
ফরিদপুরের বোয়ালমারীতে আলোচিত মাদক কারবারি ‘মাদক সম্রাজ্ঞী’ খ্যাত রেবেকা বেগম ওরফে বিন্দু মাসিকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। রবিবার (৪ মে) গভীর রাতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানের অংশ হিসেবে পৌরসভার ছোলনা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে যৌথবাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ।
.
থানা সূত্রে জানা যায়, রেবেকা বেগম ওরফে বিন্দু মাসি ও তার স্বামী আব্দুল কাইয়ুম মোল্যা দীর্ঘদিন যাবত বোয়ালমারী পৌরসদরসহ উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ মাদকদ্রব্য বিক্রয় করে আসছে। আব্দুল কাইয়ুুমের বিরুদ্ধে ৩৪টি ও বিন্দু মাসির বিরুদ্ধে ১৭টি মাদক মামলা রয়েছে। প্রায় অর্ধশতাধিকবার তাদের মাদকসহ আটক করে পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদফতর।
.
এর মধ্যে একটি মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রেবেকা ওরফে বিন্দু মাসি। তিনি জামিনে ছাড়া পেয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবার করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
.
পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আল আমিন বলেন, বিন্দু মাসির স্বামী আব্দুল কাইয়ুম মোল্যার বিরুদ্ধে মাদকদ্রব্য, বিশেষ ক্ষমতা আইন, মারামারির মামলাসহ বিভিন্ন থানায় প্রায় ৩৪টি মামলা এবং রেবেকা বেগম ওরফে বিন্দু মাসির বিরুদ্ধে ১৭টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। সোমবার দুপুরে রেবেকা বেগম ওরফে বিন্দু মাসিকে ফরিদপুর বিজ্ঞ বিচারিক আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫