মোঃ ইনামুল খন্দকারঃ
মধুখালী পৌরসভার উপর দিয়ে বয়ে গেছে চন্দনা নদী। নদীর উপর নির্মিত পুরাতন ঝুঁকিপূর্ণ ব্রীজ দিয়ে প্রতিদিন শতশত যানবাহনসহ হাজার হাজার মানুষ যাতায়াত করছে। ফলে যে কোন সময় ব্রীজটি ভেঙ্গে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রীজটির প্রস্থ কম হওয়ায় একটি গাড়ির বেশি অতিক্রম করতে পারে না। ব্রীজের বিভিন্ন জায়গায় ফাটল ও প্লাস্টার খসে পড়েছে। সংস্কারের অভাবে ব্রীজের বিভিন্ন জায়গায় ফাটলের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।
ব্রীজের দু’পাশের রেলিং ভেঙ্গে পড়েছে এবং নিচের অংশে প্লাস্টার খসে লোহার রড বেরিয়ে ব্রীজের পাশে বাঁকা হয়ে গেছে। ঝুঁকিপূর্ণ এ ব্রীজ দিয়ে শতশত যানবাহনসহ আশপাশের ১০ গ্রামের হাজার হাজার মানুষ চলাচল করে।
এ ব্রীজের উপর দিয়ে বাঁশপুর, বৈকুন্ঠপুর, মহিষাপুর, রামদিয়া, কোড়কদী, মেগচামীসহ পার্শবর্তী বালিয়াকান্দি উপজেলার কৃষকদের যাবতীয় কাঁচামালসহ জমিতে বিভিন্ন রকমের উৎপাদিত ফসল প্রায় ১০ থেকে ১৫ গ্রামের মানুষের পাশাপাশি শতশত যানবাহনের যাতায়াত রয়েছে।
পুরাতন এ ব্রীজটি দীর্ঘদিন যাবৎ ঝুঁকিপূর্ণ হয়ে আছে। ঝুঁকিপূর্ণ জেনেও নিরূপায় হয়ে এলাকাবাসী এ ব্রীজের উপর দিয়ে চলাচল করতে হচ্ছে। অথচ, যথাযথ কর্তৃপক্ষের সে দিকে কোন ভ্রক্ষেপই নেই।
স্থানীয়রা আশঙ্কা করছেন, এ ব্রীজের উপর দিয়ে ভারি যানবাহন চলাচলের ফলে যে কোন সময় ব্রীজটি নদীর মধ্যে ধ্বসে পড়তে পারে।
মধুখালী উপজেলা নির্বাহী অফিসারের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, "ব্রীজের কাজ দ্রুত করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি, আশা করছি তাড়াতাড়ি করতে পারবো।"
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।