রাশিদুল ইসলাম রাশেদঃ
নাটোরের লালপুর উপজেলায় পদ্মা নদীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জনকে আটক ও বালু উত্তোলনের বিভিন্ন মালামাল জব্দ করেছে। শুক্রবার (২ মে, ২০২৫) বিকাল ৪ টার দিকে পদ্মা নদীর চরদিয়ার বাহাদুরপুর এলাকায় সেনাবাহিনীর সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আজিজুল কবিরের ভ্রাম্যমান আদালত।
.
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আজিজুল কবির সময়ের প্রত্যাশাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪ জনকে আটক, ৩টি ড্রেজার মেশিনের ব্যাটারি ও ২টি বালুভর্তি ট্রলার ও একটি মুঠোফোন জব্দ করা হয়েছে।
.
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আটকৃতদের মধ্যে পাবনার ভাঙ্গুড়া উপজেলার মুন্ডুমালা গ্রামের রুস্তম খাঁর ছেলে রবিউলকে (৩০) দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া রবিউলের ভাই রাকিবুল ইসলাম (২২), সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বিদকান্দি গ্রামের আবুল কাশেমের ছেলে খোকন (৩৫) ও ফিয়াদকান্দি গ্রামের শহিদুল ইসলামের ছেলে শাহামুদ্দিন (১৯)কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন তিনি।
.
অফিসে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ মমিনুজ্জামান সময়ের প্রত্যাশাকে জানান, আটককৃত চারজন আসামিকে শুক্রবার সন্ধ্যায় নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।