রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় ঈদ পরবর্তী সরকারী কঠোর বিধি-নিষেধের চতুর্থ দিনে সোমবার ২৬ জুলাই বিধি-নিষেধ অমান্য করা এবং স্বাস্থ্যবিধি প্রতিপালন না করায় ১২ জনের দুইহাজার দুইশত পঞ্চশ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
জানা যায়, গতকাল সোমবার বিকেলে পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আলীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পাংশা শহরের বারেক মোড় বাজার, মৈশালা বাজার, সরদার বাস স্ট্যান্ড বাজার ও সত্যজিৎপুর বাজারসহ আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে সরকারী বিধি-নিষেধ অমান্য করা এবং স্বাস্থ্যবিধি প্রতিপালন না করায় ১২ জনের দুইহাজার দুইশত পঞ্চাশ টাকা জরিমানা করা হয়। পাংশা মডেল থানা পুলিশ ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।
ইউএনও মোহাম্মাদ আলী করোনা ভাইরাস সংক্রমণের বিস্তার রোধে সরকারী বিধি-নিষেধ বাস্তবায়নে লোকজনের সতর্ক করেন। বিধি-নিষেধ বাস্তবায়নে প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
প্রিন্ট