রাশিদুল ইসলাম রাশেদঃ
যৌক্তিক কর্মঘণ্টা, নায্য মজুরি, চাকুরির নিশ্চয়তা ও নিরাপদ কর্ম পরিবেশ আদায়ের লক্ষ্যে ১৮৮৬ সালের ১ মে ঐতিহাসিক সংগ্রামে শহীদ শ্রমিকদের স্মরণে ও শ্রমিকদের নায্য অধিকার আদায়ের লক্ষ্যে নাটোরের লালপুরে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন।
.
"মালিক-শ্রমিক ঐক্য গড়ি, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলি" স্লোগানে নর্থ বেঙ্গল সুগার মিলস শ্রমিক-কর্মচারী ইউনিয়ন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের আয়োজনে দিনটি উপলক্ষে (১ মে, ২০২৫) সকাল ৯ টায় উপজেলার গোপালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেড (নবেসুমি) এর প্রধান ফটক থেকে একটি র্যালি বের হয়ে গোপালপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোপালপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন শেষে শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভায় মিলিত হয়।
নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন সভাপতি মোঃ আশরাফুজ্জামান উজ্জল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন পিন্টুর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া টুটুল।
.
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ওয়াকার্স পার্টির সভাপতি আনসার আলী দুলাল। এ সময় শ্রমিক নেতারা জন্য মজুরি কমিশন গঠন, ৫℅ প্রণোদনা, উপযুক্ত কর্মপরিবেশ ও সহাবস্থান নিশ্চিতের দাবি জানান। প্রধান অতিথির বক্তব্যে মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া টুটুল মজুরি কমিশন গঠনের প্রয়োজনীয়তা স্বীকার করে বলেন, সরকারি প্রতিষ্ঠানসমূহে ব্যবস্থাপনা ও শ্রমিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়া প্রয়োজন।
.
সরকারি প্রতিষ্ঠানসমূহকে নিজের প্রতিষ্ঠান ভেবে কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় তিনি বেসরকারি প্রতিষ্ঠানের শ্রমিকদের প্রতি কর্মরত প্রতিষ্ঠানকে নিজের প্রতিষ্ঠান মনে করা ও মালিকদের প্রতি শ্রমিকদের কর্মচারী না ভেবে প্রতিষ্ঠানের অংশীদার মনে করার আহ্বান জানান। তাহলে দেশ, প্রতিষ্ঠান ও মালিক-শ্রমিক, সকলের উন্নতি সম্ভব হবে।
.
এ সময় মিলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতাকর্মী, শ্রমিক ও উপজেলার অন্যান্য শ্রমিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫