সময়ের প্রত্যাশা ডেস্ক রিপোর্টঃ
আজ ১লা মে, বিশ্বব্যাপী পালিত হচ্ছে মহান মে দিবস, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার ইতিহাসমণ্ডিত দিন। ১৮৮৬ সালের শিকাগোর হে মার্কেটের আন্দোলনের মধ্য দিয়ে যে দিনটি আজ একটি আন্তর্জাতিক চেতনার প্রতীক হয়ে দাঁড়িয়েছে, তা শুধু অতীত নয়—এটি শ্রমিক শ্রেণির ভবিষ্যৎ গড়ারও অন্যতম প্রেরণা।
-
বর্তমান বিশ্বে শ্রমের সংজ্ঞা পাল্টে যাচ্ছে। অটোমেশন, ডিজিটাল প্রযুক্তি এবং বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শ্রমিকরা নতুন বাস্তবতার মুখোমুখি। তবে যে কোন প্রেক্ষাপটেই সময়ের মূল্য অপরিসীম। একজন শ্রমিকের প্রতিটি ঘামঝরা মুহূর্ত দেশের অগ্রগতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
-
আজকের দিনটি শুধু স্মরণ বা শ্রদ্ধা জানানোর জন্য নয়, এটি একটি প্রত্যাশার বার্তা বহন করে—সমান মজুরি, সুরক্ষিত কর্মপরিবেশ এবং সম্মানের সঙ্গে বাঁচার অধিকার নিশ্চিত করার। মহান মে দিবস তাই শ্রমিকের হাতে একটি আলোর প্রতীক, একটি ভালো tomorrow-এর স্বপ্ন।
সময়ের প্রত্যাশা'র পক্ষ থেকে সম্মাননা
"দৈনিক সময়ের প্রত্যাশা" পত্রিকা, মহান মে দিবসে দেশের প্রতিটি পরিশ্রমী মানুষকে জানায় গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আমরা বিশ্বাস করি, শ্রমিকের মর্যাদা প্রতিষ্ঠিত হলে সমাজ এগিয়ে যায়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন দিনের প্রত্যাশায় আমরা পাশে আছি দেশের শ্রমজীবী জনগণের।
-
মে দিবসের চেতনা শুধু শ্লোগানে সীমাবদ্ধ নয়—এটি একটি চলমান সংগ্রাম, একটি আন্দোলন যার মূল ভিত্তি ন্যায্যতা ও মানবিকতা। সময় এসেছে সেই চেতনাকে পুনরুজ্জীবিত করে নতুন দিনের প্রত্যাশা গড়ার।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।