ইসমাইল হোসেন বাবুঃ
কুষ্টিয়ায় পৃথক স্থানে বজ্রপাতে ২ জন নিহত হয়েছেন। এর মধ্যে কুমারখালীতে জহুরুল মৃধা (৪৮) নামে এক কৃষক এবং মিরপুরে আব্দুল কুদ্দুস (২৮) নামে অপর এক ট্রলি চালক।
৩০ এপ্রিল, বুধবার দুপুর ১২টার দিকে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের পদ্মার চরে বজ্রপাতের ঘটনায় কৃষক জহুরুল মৃধা নিহত হন। তিনি একই গ্রামের চয়েন মৃধার ছেলে।
স্থানীয়রা জানান, কৃষক জহুরুল মৃধা পদ্মা নদীর চরে কৃষি জমিতে কাজ করছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে তিনি বাড়ি ফেরার পথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আলী হোসেন জানান, পদ্মার চরে কয়েকজন কৃষক কৃষিকাজ করছিলেন। এ সময় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে।
কুমারখালী উপজেলার নির্বাহী অফিসার এস. এম. মিকাইল ইসলাম বলেন, বজ্রপাতে একজন কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সরকারিভাবে যতটুকু সাহায্য সহযোগিতা করা সম্ভব, সেটি করা হবে।
অপরদিকে, দুপুর ১টার দিকে মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছাইবাড়িয়া বিলে ট্রলিতে করে ধান নিয়ে আসার সময় বজ্রপাত হলে ট্রলি চালক আব্দুল কুদ্দুস নিহত হন। তিনি মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চারমাইল এলাকার মফিজ উদ্দিনের ছেলে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫