বাংলাদেশ সাংবাদিককল্যান ট্রাস্ট থেকে করোনা কালীন (দ্বিতীয় পর্যায়) ক্ষতিগ্রস্থ নড়াইল জেলার সাংবাদিকদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।
সোমবার জেলা প্রশাসকের হলরুমে চেক প্রদান অনুষ্ঠানে অনলাইনে যুক্ত থেকে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব জনাব খাজা মিয়া। চেক বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিককণ্যান ট্রাস্ট এব ব্যবস্থাপনা পরিচালক জনাব জাফর ওয়াজেদ।
আরো উপস্থিত ছিলেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম টুলু, কালিয়া প্রেসক্লাবের সভাপতি মশিউল হক, সাধারণ সম্পাদক সাহীদুল ইসলাম শাহী এবং লোহাগড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বদরুল আলম।
জানাগেছে, জেলার তিন উপজেলায় ৬৯ জন সাংবাদিককে প্রত্যেককে ১০ হাজার টাকা করে ৬লক্ষ ৯০ হাজার টাকা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha