রাশিদুল ইসলাম রাশেদঃ
নাটোরের লালপুরে দিন দুপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মোঃ মোশারফ হোসেন (২১) নামে এক ব্যক্তি ইজিবাইক হারিয়ে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার তোফাকাটা গ্রামে এ ঘটনা ঘটে।
.
স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী বাঘা উপজেলার বলরামপুর গ্রামের মোঃ আরিফুল ইসলাম আরমানের ছেলে মোঃ মোশারফ হোসেন প্রতিদিনের ন্যায় তার ইজিবাইকটি নিয়ে বাড়ি থেকে বের হন। সকাল ১০ টার দিকে লালপুরের বিলমাড়িয়া বাজার থেকে দুইজন অজ্ঞাত ব্যক্তি যাত্রী বেশে গোপালপুর রেলগেট হয়ে লালপুর গ্রীন ভ্যালি পার্কে যাওয়ার উদ্দেশ্যে ইজিবাইকটি ভাড়া করেন।
.
পথিমধ্যে উপজেলার তোফাকাটা নামক স্থানে জুসের সাথে চেতনানাশক ওষুধ পান করিয়ে তারা ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চেতনানাশক খাওয়ানোতে ভুক্তভোগী মোশারফ এখনো ঠিকমতো কথা বলতে পারছেন না। তবে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ মোঃ সুরুজ্জামান শামীম।
.
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মমিনুজ্জামান সময়ের প্রত্যাশাকে জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে গত ২৬ এপ্রিল লালপুর থানা মসজিদ থেকে উপজেলার বিলমাড়িয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে মুস্তাফিজুর রহমানের একটি ইজিবাইক চুরি হয়ে যায়। এ বিষয়ে তিনি থানায় একটি অভিযোগ দায়ের করলেও এখনো সেই (অটো) ইজিবাইকটি উদ্ধার করা সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।