আলিফ হোসেনঃ
রাজশাহীর তানোরে ভিক্ষক পুনর্বাসনে ১০টি ছাগল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ২৮ এপ্রিল সোমবার উপজেলা পরিষদ চত্ত্বরে এসব ছাগল ও নগদ অর্থ বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান।
.
উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান, প্রাণী সম্পদ কর্মকর্তা ড: ওয়াজেদ আলী ও মৎস্য কর্মকর্তা বাবুল হোসেনপ্রমুখ।
.
এসময় প্রধান অতিথি বলেন, আপনারা ছাগলগুলো বিক্রি না করে লালন পালন করবেন। অনুদানের ছাগল মনে না করে নিজের ছাগল মনে করে যেভাবে লালন পালন করলে বাড়তি আয় আসবে সে চিন্তায় করবেন। বিশেষ করে ভিক্ষা বৃত্তি পেশা থেকে নিজেদেরকে বিরত রাখবেন। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।