রিপন সরকারঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নবগঠিত ৩১ সদস্য বিশিষ্ট তাঁতবাজার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার তাঁতবাজার মার্কেটে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নবগঠিত তাঁতবাজার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজ্বী মাহবুবুর রহমান, সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক কামাল হোসেন, কোষাধ্যক্ষ মোঃ বেনু মিয়াসহ মার্কেটের সকল ব্যবসায়ীবৃন্দ।
.
এ সময় ব্যবসায়ীরা বলেন, বিগত সময় এ মার্কেটে আমাদের কোন অধিকার ছিলনা। আমরা ব্যবসায়ীরা মালিক পক্ষের কাছে জিম্মি হয়ে ছিলাম। তারা আমাদের সাথে কোন আলোচনা না করেই বছর-বছর দোকান ভাড়া বৃদ্ধি করতো। ব্যবসায়ীদের কোন কথা বলার জায়গা ছিলোনা। প্রতিবাদ করলে বিভিন্ন সময় হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছে ব্যবসায়ীরা। নিজেদের টাকা দিয়ে দোকান ক্রয় করে পরবর্তীতে নিজের প্রয়োজনে দোকান বিক্রি করার সময় ওই মার্কেট মালিক পক্ষের কাছে দোকান বিক্রি করতে হতো। তাদের ছাড়া অন্য কোন লোকের কাছে দোকান বিক্রি করতে দিত না মালিক পক্ষ।
.
ব্যবসায়ীরা আরও বলেন, এই মার্কেটে বিশুদ্ধ খাবার পানি নেই। প্রস্রাব-পায়খানা করার তেমন ব্যবস্থা নাই। বিভিন্ন জায়গা থেকে খাবার পানি আনতে হয়। এ সময় মাহবুবুর রহমান বলেন, ব্যবসায়ী কল্যাণ সমিতির যে কমিটি হয়েছে সেই সদস্যরা ব্যবসায়ীদের সেবক। তারা সর্বদা মার্কেট ব্যবসায়ীদের সকল প্রকার সমস্যা সমাধানের জন্য কাজ করবে। এ মার্কেটের যে কোন ব্যবসায়ী সমিতির কমিটিতে আসতে পারবে। প্রয়োজনে সদস্য পদ আরও বৃদ্ধি করা হবে। আমারা সবাই মিলেমিশে একটি সুন্দর মার্কেট ব্যবসায়ীদের উপহার দেওয়াসহ বিভিন্ন সমস্যা সমাধান করার প্রতিশ্রুতিদেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।