ফিরোজ আলমঃ
রাজশাহীর মোহনপুরে সোমবার (২৮ শে এপ্রিল) বেলা ১১টার সময় মোহনপুর উপজেলা লিগ্যাল এইড কমিটি আয়োজনে উপজেলা চত্বর হতে একটি র্যালি বের হয়ে রাজশাহী-নওগাঁ মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আয়সা সিদ্দিকা সভাপতিত্বে "জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উদযাপন" উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
.
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) তারিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান,প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম,
উপজেলা আনসার ও ভিডিপি (প্রশিক্ষক) আব্দুল জব্বার, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মজিদ প্রমুখ।
.
সভাপতির বক্তব্যে আয়শা সিদ্দিকা তিনি বলেন, " দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড পাশে আছে, কোন চিন্তা নাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। তিনি আরোও বলেন, অর্থের অভাবে যেন কোন মানুষ ন্যায়বিচার পেতে বঞ্চিত না হয় সেজন্য সরকারি ভাবে বিনা মূল্যে লিগ্যাল এইডের মত পরিসেবা চালু রয়েছে। তাই এই সেবাকে আরো প্রান্তিকভাবে প্রচারের জন্য সাংবাদিকসহ সকলের প্রতি আহ্বান জানান। এছাড়া জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ সফলভাবে পালনের জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জান
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।