মোঃ রনি আহমেদ রাজুঃ
মাগুরার শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সি ইয়াসিন আলী সোহেলকে চাঁদা দাবির অভিযোগে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদল।
দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাগুরা জেলার শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সি ইয়াসিন আলী সোহেলকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেয়া হয়েছে।
মাগুরার শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সি সোহেলের বিরুদ্ধে থানায় চাঁদা দাবির অভিযোগ দিয়েছেন ফয়জুর রহমান নামে এক স্কুলশিক্ষক। হুমকির মুখে পড়ে ওই শিক্ষক এখন স্কুলে যাতায়াত বন্ধ করে দিয়েছেন।
এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি ঊর্ধ্বতন নেতৃবৃন্দের নজরে আসে। এরপর জেলা ছাত্রদলের পক্ষ থেকে মুন্সি সোহেলকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয় এবং নোটিশে আগামী সাত কর্মদিবসের মধ্যে সন্তোষজনক জবাব দিতে বলা হয়।
নোটিশের সন্তোষজনক জবাব না পাওয়ায় এবং চাঁদাবাজি, টেন্ডারবাজি, সরকারি জমি দখল, সরকারি গাছ কাটা সহ বিভিন্ন ধরনের অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় শ্রীপুর উপজেলা কমিটির আহ্বায়ক মুন্সি ইয়াসিন আলী সোহেলকে চূড়ান্তভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়।
তারই প্রেক্ষিতে ২৭/০৪/২৫ তারিখের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সি ইয়াসিন আলী সোহেলকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়। কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের প্যাডে দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ বহিষ্কারের ঘোষণা দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।