মোঃ নুরুল ইসলামঃ
সদরপুরে প্যারাগ্লাইডার বানিয়ে আকাশে উড়ানো মারুফকে সংবর্ধনা ও উৎসাহ উদ্দীপনা দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা। রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টায় তার নিজ কার্যালয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে এ সংবর্ধনা দেওয়া হয়৷
.
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, মারুফের প্রতিভাকে আমাদের কাজে লাগাতে হবে। দরিদ্র পরিবারের সন্তান হয়েও মারুফ তার ইচ্ছাশক্তি দিয়ে নতুন কিছু সৃষ্টি করে দেখিয়েছে। এজন্য আগামীতে মারুফের সৃষ্টিশীল ও বিজ্ঞানমনস্ক কাজে উপজেলা প্রশাসনের সাহায্য সহযোগীতা অব্যাহত থাকবে৷ তিনি আরও বলেন দারীদ্রের কারনে মারুফের পড়ালেখা থেমে গেলেও তাকে আবার পড়াশুনায় মনোনিবেশ করতে হবে এবং এ ব্যাপারেও আমাদের সাহায্য সহযোগীতা থাকবে।
.
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।