খন্দকার সাইফুল্লা আল মাহমুদঃ
নড়াইলের লোহাগড়ায় কালনা-যশোর মহাসড়কের বসুপটি এলাকায় সিএনজি কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে সিনএজি চালক নিহত হয়েছেন। এঘটনায় সিএনজিতে থাকা নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছে। নিহত সিনএজি চালকের নাম নাসির। সে লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের বাসিন্দা। আজ রোববার (২৭ এপ্রিল) বিকালে কালনা-যশোর মহাসড়কের বসুপটি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
.
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রোববার বিকালে লোহাগড়া উপজেলার কালনা-যশোর মহাসড়কের বসুপটি এলাকায় নড়াইল থেকে লোহাগড়াগামী একটি যাত্রীবাহী সিএনজি ও লোহাগড়া থেকে নড়াইল অভিমুখি একটি কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজি চালক নাসির নিহত হন। এ ঘটনায় সিএনজিতে থাকা আরো ৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনার পর লোহাগড়া থানা পুলিশ ও নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে যানচলাচল স্বাভাবিক করেন। সিএনজি ও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।
.
এ বিষয়ে তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের দ্বায়িত্বরত কর্মকর্তা (টিএসআই) মো.লিয়াকত হোসেন জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।