রাশিদুল ইসলাম রাশেদঃ
নাটোরের লালপুরে ভোক্তা অধিকারের বাজার তদারকি অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ দুপুরে উপজেলার লালপুর বাজারে অভিযান চালিয়ে নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) মো. নাজমুল হাসান এ জরিমানা করেন।
.
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) মো. নাজমুল হাসান সময়ের প্রত্যাশাকে জানান, রোববার দুপুরে উপজেলার লালপুর বাজারে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইন মোতাবেক অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও নকল মোড়কে পণ্য বাজারজাতকরণের অপরাধে শ্রাবণী আইসক্রিম ফ্যাক্টরির স্বত্ত্বাধিকারী মো. কোরবান আলীকে ৪০ হাজার টাকা ও বর্ষা আইসক্রিম ফ্যাক্টরির স্বত্ত্বাধিকারী মো. আনোয়ারুল ইসলামকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
.
এ সময় উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মো. আনোয়ার হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।