আজকের তারিখ : মে ১২, ২০২৫, ৫:১৬ এ.এম || প্রকাশকাল : এপ্রিল ২৭, ২০২৫, ৪:১৩ পি.এম
গোয়ালন্দে অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আবুল হোসেনঃ
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া মাছ বাজারে অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। রোববার ২৭ এপ্রিল সকাল ৭টা থেকে ৮টা পযন্ত দৌলতদিয়া মাছ বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
.
মানববন্ধনে মৎস্য আড়ত ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. মোহন মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন গোয়ালন্দ জেলে সমবায় সমিতির সভাপতি ইছাক সরদার, সাধারণ সম্পাদক অছেল বেপারী, আনোয়ার খা প্রমুখ। মানববন্ধনে শত শত জেলে ও মৎস্য ব্যবসায়ীরা অংশ গ্রহন করেন।
.
বক্তারা অভিযোগ করেন দীর্ঘ দিন শতকরা ১ টাকা হারে খাজনা নেওয়া হলেও বর্তমান ইজারাদার তা বাড়িয়ে শতকরা ৫ টাকা নির্ধারণ করেছেন।
.
তাদের দাবি, অতিরিক্ত এই খাজনা আরোপ করা হলে জেলেরা দৌলতদিয়া বাজারে মাছ বিক্রি করতে অপারগ হবে। ফলে বাজার ধ্বংসের মুখে পড়বে।
.
মৎস্য ব্যবসায়ীরাও অভিযোগ করেন, ইজারাদারদের এ ধরনের অনিয়ম চলতে থাকলে বাজারে মাছের আমদানি কমে যাবে এবং ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha