রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় ঈদ পরবর্তী সরকারী বিধি নিষেধের ৩য়দিন রবিবার ২৫ জুলাই ১৩ জনকে ২ হাজার ৫ শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সরকারী বিধি নিষেধ অমান্য করে দোকান খোলা রাখার দায়ে তাদের জরিমানা করা হয়।
জানা যায়, রবিবার বিকেল ৩টার পর পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আলীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পাংশা পৌর কাঁচাবাজার, পান বাজার ও পাংশা পুরাতন বাজারসহ আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে সরকারী বিধি নিষেধ অমান্য করায় ১৩ জনকে ২ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। বাংলাদেশ সেনা বাহিনীর একটিদল ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে।
ভ্রাম্যমান আদালতের কর্মকর্তাবৃন্দ করোনা সংক্রমণের বিস্তার রোধে সরকারী বিধি নিষেধ বাস্তবায়নে লোকজনের সতর্ক করেন। বিধি নিষেধ বাস্তবায়নে প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলী।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫