কাজী নূরঃ
যশোরের শার্শা উপজেলার জামতলা বাজারে চাঁদাবাজদের হাতে লাঞ্ছিত হয়েছেন ৩৬ জুলাই আন্দোলনে শহীদ ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইমতিয়াজ আহমেদ জাবিরের পিতা ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সহ- সভাপতি নওশের আলী।
.
বুধবার (২৩ এপ্রিল) রাতে বাজারে তার ভাতিজা মিন্টু বিশ্বাসের দোকানে চাঁদাবাজদের হামলার খবর পেয়ে নওশের আলী ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা তাকে কিলঘুষি মেরে জামাকাপড় ছিঁড়ে ফেলে। এ ঘটনায় জামতলা বাজারে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বাজার কমিটি ও ব্যবসায়ীদের সহায়তায় তাকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেওয়া হয়।
.
জানা গেছে, জামতলা বাজারে মিন্টু বিশ্বাসসহ কয়েকজন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে সামটা ও দেউলী গ্রামের ১৪/১৫ জনের একদল দুর্বৃত্ত। এ সময় চাঁদা না পেয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। হামলার খবর বাগআঁচড়া ফাঁড়ি পুলিশকে জানানো হলেও তারা বিষয়টি আমলে নেয়নি।
.
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসে। পরে জেলা প্রশাসকের নির্দেশে ঝিকরগাছা ইউএনও ভূপালী সরকার এবং ওসি বাবলুর রহমান ভুক্তভোগীর বাড়িতে গিয়ে কথা বলেন। নাভারণ সার্কেলের এএসপি নিশাদ আল নাহিয়ান ফোনে বিস্তারিত জেনে মামলা রেকর্ডের নির্দেশ দেন।
.
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতারা। ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।