ফরিদপুরের সদরপুর উপজেলার প্রধান ব্যবস্যাকেন্দ্র হাটকৃষ্ণপুর বাজারে আজ রবিবার সকালে তুচ্ছঘটনাকে কেন্দ্র করে দু-পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সকাল অনুমান ১০টায় দোকানের সামনে মোটরসইকেল রাখানিয়ে যাত্রাবাড়ি গ্রামের আইয়ুব ফকির ও ঠেঙ্গামারী গ্রামের শাহজাহান বেপারীর সাথে কথাকাটা-কাটির এক পর্যায়ে বাজারের যাত্রাবাড়ি স্টান্ডে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মুহুর্তের মধ্যে উভয় পক্ষের প্রায় শতাধিক লোকজন ঢাল-শড়কি কাতরা সহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এক পক্ষ অপর পক্ষের উপর ঝাপিয়ে পড়ে। এতে শুরু হয় ধাওয়া-পল্টা ধাওয়া। বাজারের বিভিন্ন পাশে দু'পক্ষ অবস্থান নিয়ে দুপুর পর্য়ন্ত মহড়া চালায়। রবিবার হাটের দিন থাকায় শত শত মানুষের মধ্যে আতংক বিরাজ করছিল। বর্তমানে দু-পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরণের সংঘর্ষ বাধার সম্ভাবনা রয়েছে।
এলাকার জানমালের নিরাপত্তার জরুরী হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করে এলাকার সধারণ জনগণ। এ ব্যাপারে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদারের সাথে কথা হলে তিনি জানান, গোল-মালের খবর পেয়ে পুলিশ মোতায়েন করে উভয় পক্ষকে শত্র-ভঙ্গ করে দেই এবং ভবিষৎতে গোলমাল নাহওয়ার জন্য পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha