রাশিদুল ইসলাম রাশেদঃ
নাটোরের লালপুর উপজেলায় গোপালপুর পৌর এলাকার সৌন্দর্য বর্ধন ও পরিবেশের সুরক্ষায় ফেস্টুন, ব্যানার, পোস্টার ও অবৈধ বিলবোর্ড অপসারণের কাজ শুরু করেছে পৌর প্রশাসন।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ মেহেদী হাসানের তত্ত্বাবধানে পৌর এলাকায় এ কার্যক্রম শুরু হয়।
সরেজমিনে দেখা যায়, পৌর কর্মকর্তাদের দিকনির্দেশনায় হলুদ ও সবুজ পোশাক পরিহিত শ্রমিক ও কর্মচারীরা উপজেলা চত্বর থেকে ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ শুরু করেন। পরে পর্যায়ক্রমে গোপালপুর বাজার ও অন্যান্য এলাকায় এ কার্যক্রম বিকাল পর্যন্ত চলমান থাকে।
পৌর প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে পৌরবাসী। তারা বলেন, পৌর এলাকায় ব্যানার, ফেস্টুন ও পোস্টার এলাকার সৌন্দর্য নষ্ট করছিল। এছাড়া গাছে পেরেক ব্যবহার করে এসব ফেস্টুন ও পোস্টার লাগানোর ফলে পরিবেশ ও গাছের ক্ষতি হচ্ছিল। এগুলো অপসারণের পর যেন পুনরায় এসব লাগানো না হয়, সে বিষয়ে প্রশাসন ও পৌরবাসীকে সচেতন থাকতে হবে বলে মন্তব্য করেন পৌর এলাকার বাসিন্দা মোঃ আনিস উদ্দিন।
এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গোপালপুর পৌর প্রশাসক মোঃ মেহেদী হাসান বলেন, "শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে আমরা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছি। তার অংশ হিসেবে বিভিন্ন ধরনের পোস্টার, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করা হচ্ছে। পরবর্তীতে আবার এসব লাগানো হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।