পাবনার চাটমোহরের স্বেচ্ছাসেবক দিবস পালন উপলক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সামাজিক বন্ধন’র কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৫ ডিসেম্বর) রাতে পৌর সদরের আফ্রাতপাড়া মহল্লায় শাপলা সংঘ মাঠে আয়োজিত অনুষ্ঠানে কমিটি ঘোষণা করা হয়।
সামাজিক বন্ধনের উপদেষ্টা সঙ্গীত শিক্ষক দেওয়ান জামিউল ইসলাম কাবলীর সভাপতিত্বে ও নুরুল আমিন রঞ্জুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, সামাজিক বন্ধনের উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, চাটমোহর ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি শেখ জিয়ারুল হক সিন্টু, সামাজিক বন্ধনের উপদেষ্টা জাহিদুল ইসলাম, সাংবাদিক শাহীন রহমান, ইকবাল কবির রঞ্জু, পবিত্র তালুকদার, তুষার ভট্টাচার্য্য, চেতনায় চাটমোহরের প্রতিষ্ঠাতা ও চিত্রগৃহ চাটমোহরের ব্যবস্থাপনা পরিচালক জেমান আসাদ, চিত্রগৃহ চাটমোহরের শিল্প পরিচালক ও অংকন শিক্ষক মানিক প্রমুখ।
শেষে সামাজিক বন্ধনের ৫৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা হাসাদুল ইসলাম হীরা। এর মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক সহ ১৫ জন কার্যনির্বাহী সদস্য ও বাকি ৪২ জন সাধারণ সদস্য।
কমিটিতে সাব্বির আহমেদকে সভাপতি ও সাজেদুর রহমান সেজানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কার্যনির্বাহী কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মাহদি ইয়ানুর মিথেল ও ফজলুল হক কালু, সহ-সাধারণ সম্পাদক নুরুল আমিন রঞ্জু ও হাসিনুর রহমান মেঘ, সাংগঠনিক সম্পাদক শাহীন আলম, অর্থ সম্পাদক সাগর হোসেন, দপ্তর সম্পাদক স¤্রাট সরকার, প্রচার সম্পাদক রকিবুল হক রোহান, সমাজ কল্যাণ সম্পাদক আহসান কবির নেহাল, সাংস্কৃতিক সম্পাদক জামিয়া ইসলাম শান্তা, ক্রীড়া সম্পাদক রবিউল ইসলাম রাহুল, আইটি বিষয়ক সম্পাদক এস এম কাওছার আহমেদ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha