কমরেড খোন্দকারঃ
আইসিটি আদালতে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ভুয়া মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ করেছে সুইজারল্যান্ড আওয়ামী লীগ। বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি জমাদার নজরুল ইসলাম এবং পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শ্যামল খান।
.
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল ৩:৩০ ঘটিকায় জেনেভা প্রশাসনের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ দূতাবাস এর সামনে এ বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
.
কাল পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ড হাতে উপস্থিত প্রবাসী বিক্ষোভকারীগণ বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখলকারীদের অবৈধ বলে আখ্যা দিয়ে অতি দ্রুত জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের হাতে দেশের ক্ষমতা ফেরত দেওয়ার দাবি জানান। বক্তাগণ আইসিটি আদালতের সকল কার্যকলাপকে ভুয়া, মিথ্যা এবং একটি কুচক্রী মহলের রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ বলে অভিহিত করেন। আইসিটি আদালতের এ সকল ভুয়া, সাজানো ও মিথ্যা মামলার অবৈধ কার্যকলাপ অনতিবিলম্বে বন্ধ করার জোর দাবি জানান। চরম ধর্মীয় উগ্রবাদের উত্থান ও সংখ্যালঘুদের উপর অত্যাচার, নিপীড়ন, ধর্ষন, হত্যা, জ্বালাও পোড়াও বৃদ্ধি পাওয়ায় উপস্থিত সকলেই দেশের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
.
পরবর্তীতে দূতাবাসে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। এ সময় উপস্থিত বিক্ষোভকারীগণ একাত্তর ও স্বাধীনতার পক্ষে শ্লোগান দিতে থাকেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫