কুষ্টিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় নিজাম উদ্দিন (৬৭) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার (২৫ জুলাই) সকাল সাড়ে পাঁচটার দিকে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের কুমারগাড়া বিআরবির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিজাম উদ্দিন কুষ্টিয়া সদর উপজেলার কুমারগাড়া এলাকার বাসিন্দা। তিনি বিআরবি ইন্ডাস্ট্রির অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
স্থানীয়রা জানান, ফজরের নামাজ পড়ে প্রতিদিন নিজাম উদ্দিন হাঁটতে বের হতেন। আজ (রবিবার) সকালেও হাঁটতে বের হয়েছিলেন। বিআরবি এর সামনে পৌঁছালে পিছন থেকে আসা একটি মাইক্রোবাসে তাকে ধাক্কা দেয়। এতে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে ঘটনা স্থালেই তিনি মারা যান। এ সময় আশপাশের লোকজন এসে মাইক্রোবাসটি আটক করে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।